কী কারণে পাকিস্তানের কোচ হতে চান না, জানালেন ওয়াসিম আকরাম




কী কারণে পাকিস্তানের কোচ হতে চান না, জানালেন ওয়াসিম আকরাম

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৩২
দেশের জার্সি পরে খেলার পর অবসর জীবনে জাতীয় দলের কোচ হওয়াটা যে কোনো তারকার জন্য সম্মানের। প্রায প্রতিটি খেলোয়াড়ই এ স্বপ্ন লালন করেন। সেই দায়িত্ব পেলে গর্ববোধ করেন। ব্যতিক্রম পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদদের মতো অনেক তারকাই জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ওয়াসিম আকরাম এই দায়িত্বকে অসম্ভব ভয় পান। পাকিস্তানের কোচ হিসেবে কোনো আলোচনাতে কখনোই ওয়াসিম আকরামের নাম আসেনি। অথচ কোচের দায়িত্ব পালন করেছেন আইপিএল ও পিএসএলে। এ বিষয়ে আকরাম জানিয়েছেন, তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ কখনই হতে চান না। এর কারণ হিসেবে মনে করেন ‘গালাগালি খাওয়ার ভয়ে’র

কথা। গালি খাওয়ার ভয়ে আকরাম কখনোই পাকিস্তানের কোচ হতে চান না। এক সাক্ষাৎকারে পাকিস্তানের এ অলরাউন্ডার বলেছেন, সমালোচনায় আমি ভয় পাই না। আমি সমালোচনা মেনে নেব, যদি দল আসলেই খারাপ করে কিন্তু পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কের সমালোচনাটা যেভাবে হয়, সেটা অসহনীয়। পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কেরা শুধু অহেতুক সমালোচনার শিকারই হন না, তাদের রীতিমতো অসম্মান করা হয়। গালাগালি করা হয়। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা আকরাম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। দীর্ঘদিন দেশকে নেতৃত্বও দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও। খেলা ছাড়ার পর ক্রিকেট–বিশেষজ্ঞ হিসেবে মিডিয়াতে কাজ করছেন, ধারাভাষ্যও দেন। সম্প্রতি পাকিস্তান দলের হেড কোচ হিসেবে

দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে নিয়োগ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শহিদ আফ্রিদির মতো সাবেক তারকারা দেশি কোচের ওপর আস্থা রাখতে না পারার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনাই করছেন। পাকিস্তানের কোচ নিয়ে নিজের ক্যারিয়ারে যা যা দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকেই দায়িত্বটা সব সময়ই ভীতিকর মনে হয়েছে ওয়াসিম আকরামের। পাকিস্তান দলের কোচ দায়িত্ব পালনের সময় যে ধরনের গালাগালি আর ঘৃণার শিকার হন, সেটি অনেক সময় অসহনীয় হয়ে যায়। কিছু মানুষ আছে, যারা সারা দিন টুইটার ও ফেসবুকে গালিগালাজ করতে আর নেতিবাচক কথা বলার জন্য বসেই থাকে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি