কীসের প্রিয়তমা? বুবলি

কীসের প্রিয়তমা? বুবলি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২১ মে, ২০২৩ | ১০:২০
বর্তমানে সিনামা জগতে দুই আলোচিত নাম শাকিব খান ও শবনম বুবলি। তারা দুই আবার স্বামী-স্ত্রীও বটে। তবে ঈদানিং শাকিব বুবলিকে স্ত্রী হিসেবে স্বীকার করছেন না। অন্য বুবলি স্বামী হিসেবে শাকিব খান অস্বিকার করছেন না। এই নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে দু’জনের মধ্যে চলছে দ্বন্দ্ব তর্ক-বিতর্ক। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। শাকিব খান সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী বুবলীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে তার বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়ায় আবোল-তাবোল কথা বলার অভিযোগও তিনি করেন বুবলীর বিরুদ্ধে। এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন এ চিত্রনায়িকা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। সেখানে প্রিয়তমা ছবির বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, কীসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে তো আমি কোনো কথাই বলিনি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন উনি নিজেই ক’দিন পর পর আমাকে নিয়ে আবোল-তাবোল বকছেন। নাকি ‘প্রিয়তমা’- সিনেমা নিয়ে কথা বলছি না বলে তার খারাপ লাগছে? এই সিনেমা নিয়ে পাঁচ বছর আগে পরিচালক কথা বলেছেন, ফাইনাল করেছেন এবং সিনেমার নাম ‘প্রিয়তমা’টাও ঠিক করেছেন। সেখান থেকে কোনো কারণে আমার কাজ করা হয়নি, তারা যেটা ভালো ভেবেছেন করেছেন। তারপরও কেন আমাকে নিয়ে বারবার টানছে এসবে? আমি তো কিছু বলছি না। এর আগে শাকিব খানের সাক্ষাৎকারে বেশ কিছু অভিযোগ উঠে আসে বুবলীর বিরুদ্ধে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাবও দেন বুবলী। চিত্রনায়িকা বুবলীর চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয়েছিল শাকিব খানের বিপরীতে অভিনয় করে। এই জুটির পরপর বেশ কয়েকটি সিনেমা আলোড়ন সৃষ্টি করে। অভিনয়ের সুবাদেই শাকিব-বুবলীর মধ্যে মনের সম্পর্ক গড়ে ওঠে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই চলেন বুবলী। এক সময় গোপনে বিয়েও করে ফেলেন শাকিব-বুবলী। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। বিষয়টি প্রকাশ্যে আসার রীতিমতো সমলোচনায় পড়েন শাকিব। তাদের দাম্পত্য জীবনে চলছে চরম দ্বন্দ্ব। একজন আরেকজনকে নিয়ে প্রায় মন্তব্য করছেন আর তা পরিণত হচ্ছে শীর্ষ খবরে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে… বাংলাদেশের ঋণমান কমিয়ে দিল মুডিস ইভাঙ্কা কি ট্রাম্পকে এড়িয়ে চলছেন? সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের এরদোগানের পুনঃনির্বাচনে কেমন হবে তুর্কি পররাষ্ট্রনীতি? সোলেমানের কাছেই শিরোপা হারানোর শঙ্কায় আবাহনী শিশুশিক্ষায় আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দল ও জোটের ঐক্যে জোর দেবে আ.লীগ সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে একমত বাইডেন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও ৮৪ জন হাসপাতালে