কার সঙ্গে নতুন ইনিংস শুরু করছেন শ্রাবন্তী?

কার সঙ্গে নতুন ইনিংস শুরু করছেন শ্রাবন্তী?

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৩ | ৪:৫৭
টালিউডের প্রথম সারির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। প্রায় সময় আলোচনায় থাকতে ভালোবাসেন তিনি। যদিও ক্যারিয়ারের চেয়ে টাইমলাইনে থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ট্রলাররা হামেশাই টার্গেট করে তাকে, তবু জীবনটা নিজের শর্তে বাঁচেন ‘কাবেরী অন্তর্ধান’ নায়িকা। মূলত বাণিজ্যিক ছবির পরিচিত মুখ শ্রাবন্তী, তবে ডিগ্ল্যামার রোলেও নজর কেড়েছেন শ্রাবন্তী। অপর্ণা সেনের ‘গহনার বাক্স’ কিংবা অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘বুনোহাঁস’, অথবা হালফিলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’। সুযোগ পেলে ফ্রন্টফুটে ব্যাট করতে ওস্তাদ অভিনেত্রী শ্রাবন্তী। এর মাঝেই টালিপাড়ায় জোর গুঞ্জন ‘অভিযাত্রিক’ পরিচালকের আগামী ছবিতে দেখা যেতে পারে শ্রাবন্তীকে। হ্যাঁ, গত বছর জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিতের ছবি। এবার নাকি তারই নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। ইতোমধ্যে পরিচালক প্রস্তাব দিয়েছেন শ্রাবন্তীকে। তবে সবটাই শোনা কথা। সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে একত্রে আমন্ত্রিত ছিলেন তারা। তার পর থেকে বহু ইভেন্টে একসঙ্গে নজরে এসেছেন। সদ্যই শ্রাবন্তীর আমন্ত্রণে ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রিমিয়ারেও হাজির ছিলেন শুভ্রজিৎ। এর জন্য পরিচালককে প্রকাশ্যে ধন্যবাদও জানান নায়িকা, উত্তরে ‘প্রিন্সেস' বলে অভিনেত্রীকে সম্বোধন করেন শুভ্রজিৎ। দুজনের এই বন্ধুত্ব দেখে অনেকেই মনে করছেন শুভ্রজিতের আগামী ছবিতে শ্রাবন্তীর জায়গা পাকা। পরিচালকের আগের ছবি যেহেতু জাতীয় পুরস্কার এনেছে, তাই শুভ্রজিতের হাত ধরে শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হবে এমনটি বলাই যায়। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই মুখোরচক টপিক সোশ্যাল মিডিয়ায়। রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অভিনেত্রীর ডিভোর্স মামলা এখনো আদালতে বিচারাধীন। এর মাঝেই নতুন প্রকাশ্যে এসেছিল শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। তবে গত ডিসেম্বরেই সামনে আসে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও নাকি মাখোমাখো সম্পর্কে ইতি টেনেছেন নায়িকা। হ্যাঁ, শোনা যাচ্ছে— নিজের জিম ট্রেনারের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে তার। তবে সবটাই শোনা কথা, শ্রাবন্তী নিজের মুখে ব্যক্তিগত জীবন নিয়ে ‘স্পিকটি নট’! সূত্র: হিন্দুস্তান টাইমস
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা