কাজের সন্ধানে বেরিয়ে অপহরণের শিকার ৬ রোহিঙ্গা




কাজের সন্ধানে বেরিয়ে অপহরণের শিকার ৬ রোহিঙ্গা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৩ | ১০:১৭
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্পের ৬ জন রোহিঙ্গা শরণার্থী অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ না পেলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার টেকনাফের ২১নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানীয় বেলাল (৩৫) নামে এক ব্যক্তির মাধ্যমে ৬ জন রোহিঙ্গা হ্নীলা ইউনিয়নে কাজের সন্ধানে যান। সেখানে অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। শনিবার তাদের পরিবার বিষয়টি গণমাধ্যমকে জানায়। অপহৃতরা হলেন- চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস (২০), মো. জুহার (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর (৩৫), আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০), ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫), আব্দুস সালামের ছেলে মো. ইদ্রিস (১৯)। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা

গেছে, অপহৃত মোহাম্মদ নুরের ফোন নাম্বার থেকে আরেক অপহৃত জুহারের স্ত্রীর কাছে ফোন করে জনপ্রতি ৫০ হাজার করে মুক্তিপণ দাবি করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। টাকা দিতে না পারলে তাদের মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানান অপহৃত জুহারের স্ত্রী শফিকা বেগম। অপহৃত জুহার ও ফরোয়াজের বাবা আমির হাকিম জানান, আমাদের ক্যাম্পের পাশের বেলাল নামে একজন বাঙালি ছেলে ৬ জনকে মাটির কাটার কথা বলে হ্নীলা পাঠিয়েছেন। তারা (অপহৃতরা) হ্নীলা যাওয়ার পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ২১নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, ৬ জন অপহরণের বিষয়টি আমরা শুনেছি এবং বিষয়টি এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) জানিয়েছি।

আরও ভালো খবর জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা ৬নং ওয়ার্ড লেচুয়াপ্রাং হতেও ৪ স্থানীয় কৃষককে অপহরণ করে ১৪ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি