ওয়েলস ছাড়লেন হাথুরুসিংহে, আসছেন কি বাংলাদেশেই?

ওয়েলস ছাড়লেন হাথুরুসিংহে, আসছেন কি বাংলাদেশেই?

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৩ | ৫:২৯
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন হোয়াইট। মঙ্গলবার দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। দুই ধাপে ব্লুজ দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই শ্রীলংকান। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এর পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন হাথুরু। নিজ দেশ শ্রীলংকার কোচও ছিলেন। এর পর ২০২০ সালে আবার নিউ সাউথ ওয়েলসে ফিরে যান। নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’ হাথুরুসিংহে অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতিতে তার দ্বিতীয় অধ্যায় নিয়ে গর্বিত, ‘আমি সময়টা খুবই উপভোগ করেছি। এখানকার স্টাফ এবং খুবই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই উপভোগ্য। ২০২০ সালে আমি যখন এখানে ফিরে আসি, তখন আমাদের দলে অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটার ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টা ভালো ছিল। গত এক বছরে তরুণদের বেড়ে উঠতে দেখেছি।’ সম্প্রতি হাথুরুসিংহের বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ফেরার জোরালো সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখার পর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাথুরুসিংহে আছেন তাদের সংক্ষিপ্ত তালিকায়, ‘আমরা যে ধরনের কোচ খুঁজছি, ফুলটাইম ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো ২০০ দিন। কেউ হয়তো ১০০ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা আবার হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।’ বোর্ডপ্রধানের এই বক্তব্যের পরের দিনই হাথুরুসিংহের নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এলো। হাথুরুসিংহেই যে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে ফিরছেন, এখন এ নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পালাই হয়তো বাকি আছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ন্যাটোর সদস্যপদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় ইউক্রেন: জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে মোদির উদ্দেশে যা বললেন রাহুল পিএসজি ছেড়ে সৌদি আরব যাচ্ছেন মেসি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের প্রস্তাবিত বাজেট ‘স্মার্ট লুটপাটের’: আমির খসরু দাদুকে হারিয়ে আলিয়ার আবেগঘন পোস্ট নেশায় বুঁদ কিম জং উন, ওজন বেড়ে ১৪০ কেজি! জার্মানিতে চারটি রুশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত ইমরান খানকে মাইনাসে কোরেশি-ফাওয়াদ বৈঠক জিয়া বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন: নজরুল ইসলাম খান সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা এলপি গ্যাসের দাম কমল বাজেট বক্তৃতা করছেন অর্থমন্ত্রী মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদন রাশিয়ার ছোড়া ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ ইউক্রেনে নতুন যে দায়িত্ব পাচ্ছেন চেচেন সেনারা ঠকব না, দেশের মানুষকে আমরা ঠকাব না: অর্থমন্ত্রী ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমি গরিবের সন্তান, জানি গরিব হওয়া কতটা কষ্টের: অর্থমন্ত্রী