
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

ঐতিহাসিক যে মসজিদে এখন আর নামাজ আদায় হয় না

স্বর্ণ উদ্ধারের নামে থানায় যুবককে মারধর, দু’একদিনের মধ্যেই পুলিশের তদন্ত প্রতিবেদন

বিমানের ই-মেইল সার্ভার হ্যাক: ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি

সুলভ মূল্যের পণ্য যেন সোনার হরিণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারের শ্রদ্ধা

ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারীর বিচার চেয়ে মানববন্ধন

‘হৃদিতার প্রেমের ফাঁদ’ থেকে সাবধান!
‘এ দেশ মুক্তিযুদ্ধের চেতনার, স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে হবে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের রুখে দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাই মনে করেন। বোনের দরদ দিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের সব ধরনের ভাতা বৃদ্ধি করেছেন। চিকিৎসা ভাতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে এবং সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে হবে।
শুক্রবার সকাল ১১টায় মহান বিজয় দিবসে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোরুল ইসলাম মায়া, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য মো. আলতাব হোসেন, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার আলী প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমি কাউনিয়া উপজেলাকে সবার প্রচেষ্টায় মডেল উপজেলা বানাতে চাই- যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের সহযোগিতা দরকার।
তিনি কাউনিয়া উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনিদের জন্য শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন এবং এককালীন ২০ হাজার টাকা প্রদানেরও ঘোষণা দেন।
সংবর্ধনায় সব ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানরাসহ সুধীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।