এয়ারপোর্টে মন কাড়লেন ভাইজান, কটাক্ষের শিকার শাহরুখ

এয়ারপোর্টে মন কাড়লেন ভাইজান, কটাক্ষের শিকার শাহরুখ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ মে, ২০২৩ | ১০:০৩
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে প্রবেশ করছেন সালমান খান। তাকে ঘিরে আছে নিরাপত্তারক্ষীরা। হঠাৎই ছুটে আসে একটি বাচ্চা। এসে জড়িয়ে ধরেন সালমানকে। বাচ্চাটির পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় ভাইজানকে। কথাও বলেন। পাশে নিরাপত্তারক্ষীরা একবারো বাধা দেননি। বুধবার সালমানের এমন একটা ভিডিও ছড়িয়ে পড়লে অনলাইনে যা মন কেড়ে নিল ভক্তের। ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সালমান ভক্তরা। একজন কমেন্ট করলেন, সালমান খান বরাবরই বাচ্চাদের ভালোবাসেন। ছোটদের সঙ্গে ওঁর রসায়ন অসাধারণ। আরেকজন লিখলেন- মাটির মানুষ। শাহরুখ-ভক্তদের দেখা উচিত এই ভিডিও। কিছুদিন আগেই তো কিং খান ঠেলে দিয়েছিল একজনকে এয়ারপোর্টে। তৃতীয়জন লিখেছেন- সালমানের তুলনা হয়তো সালমান খানই। এই ভিডিও দেখে মনটা ভরে গেল। আরও একবার ভালোবেসে ফেললাম লোকটাকে। ভিডিও দেখে বিতর্কে জড়িয়ে পড়েন শাহরুখ খান আর সালমান খানের ভক্তরা। কারণ এর আগে এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এ নিয়ে কটাক্ষ করেছিলেন শাহরুখকে। মাসখানেক আগে শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে ডাঙ্কি-র শুটিং সেরে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন। সেই সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। লোকটি ভ্যাবাচ্যাকা খেয়ে যান। একজন লেখেন- দেখেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী। শাহরুখের গায়ে তো স্পর্শও করেননি। তাহলে কোন অধিকারে সেই লোকটিকে ঠেলে দিলেন শাহরুখ। তারকা হলেই কি যা ইচ্ছে তাই করা যায়? অপরজন লিখেছিলেন- পাঠান সাফল্য পেতেই আসল রং বেরিয়ে গিয়েছে। যাই হোক, দুই খানের কিন্তু এখন খুব ভাব। কিং খানের পাঠানে কেমিও করেছেন ভাইজান, এবার পালা শাহরুখের। সালমানের পরের ছবি ‘টাইগার ৩’-এ বেশ অনেকটা অংশজুড়ে থাকার কথা রয়েছে শাহরুখ খানের। আরও মুক্তির অপেক্ষা কিং খানের ‘জাওয়ান’ আর ‘ডাঙ্কি’।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে… বাংলাদেশের ঋণমান কমিয়ে দিল মুডিস ইভাঙ্কা কি ট্রাম্পকে এড়িয়ে চলছেন? সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের এরদোগানের পুনঃনির্বাচনে কেমন হবে তুর্কি পররাষ্ট্রনীতি? সোলেমানের কাছেই শিরোপা হারানোর শঙ্কায় আবাহনী শিশুশিক্ষায় আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দল ও জোটের ঐক্যে জোর দেবে আ.লীগ সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে একমত বাইডেন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও ৮৪ জন হাসপাতালে