এমআরটি পাস নিতে মেট্রোরেল স্টেশনে ভিড় – U.S. Bangla News




ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর, ২০২২
১০:০১ অপরাহ্ণ

এমআরটি পাস নিতে মেট্রোরেল স্টেশনে ভিড়

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২২ | ১০:০১
মেট্রোরেলে চড়তে টিকিট কাটার ভোগান্তি থেকে রেহাই পেতে এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) পাস নিতে শনিবার দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান স্টেশনে মানুষের ভিড় দেখা গেছে। তবে আবেদন ফরম জমা দেওয়ার সময়সূচি না জানায় অনেকেই ভোগান্তির শিকার হন। এদিনও শীত উপেক্ষা করে মেট্রোরেলে চড়তে আসেন অনেকে। কেউ কেউ প্রয়োজনে এলেও বেশিরভাগই শুধু ভ্রমণের উদ্দেশে আসেন। এদিকে মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানিয়ে রংপুরে সাইকেল র‌্যালি করেছে জেলা ছাত্রলীগ। ব্যুরো ও প্রতিনিধির খবর- তুরাগ (ঢাকা): দিয়াবাড়িতে বিকালে মেট্রোরেলের ১নং স্টেশন ঘুরে দেখা যায়, নির্ধারিত ফরম পূরণ করে তা জমা দেওয়ার জন্য স্টেশনের গেটে লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক মানুষ। ভেতরে গিয়ে আবেদন ফরম

জমা দিয়ে এমআরটি কার্ড সংগ্রহ করতে চান তারা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরা কিছুক্ষণ পর পর নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। তবে আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় না জানায় অনেকেই ভোগান্তিতে পড়েন। ফেরদাউস নামে একজন বলেন, দুপুর ১২টায় এসেছি। উনারা গেট খুলেছে ৩টার দিকে। এতক্ষণ বাইরেই দাঁড়িয়ে ছিলাম। এমআরটি পাসের সুবিধার কথা জানিয়ে আরেফিন নামে এক সেবাকাক্সক্ষী যুগান্তরকে জানান, এমআরটি পাসটি পেয়ে গেলে প্রতিদিন আর টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। সরাসরি মেশিনে কার্ড পাঞ্চ করে ট্রেনে ওঠা যাবে। মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনসংশ্লিষ্টরা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি

লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা এমআরটি পাসের ফরম সংগ্রহ করতে পারবেন। শেকৃবি: সকালে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে আছেন অনেক যাত্রী। শ্যামলী থেকে আসা রাজ্জাক বলেন, শুক্রবার এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছিল, তাই আজ (শনিবার) এসে টিকিট কিনলাম। দুদিনের কষ্ট আজ স্বার্থক হয়েছে। ছেলে ও ছোট মেয়েকে নিয়ে আসা রূপন্তি বলেন, ছোট মেয়েটা মেট্রোরেলে ওঠার জন্য বায়না ধরেছিল। তাই আসলাম। রংপুর: দুপুরে সাইকেল র‌্যালি জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আবার জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ৪ শতাধিক নেতাকর্মী অংশ নেন। র‌্যালি শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

একেএম তানিম আহসান চপল বলেন, বাংলাদেশে এই প্রথম মেট্রোরেল চালু হলো। তাই জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে আমাদের এই সাইকেল র‌্যালি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে