ই-টেন্ডারিংয়ে বছরে খরচ বেঁচে যাচ্ছে ৬০ কোটি ডলার – U.S. Bangla News




ই-টেন্ডারিংয়ে বছরে খরচ বেঁচে যাচ্ছে ৬০ কোটি ডলার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২২ | ৯:৪০
দেশে ইলেকট্রনিক প্রক্রিউরমেন্ট বা ই-জিপি সিস্টেমের ফলে খরচ বেঁচে যাচ্ছে বছরে ৬০ কোটি ডলার। সেই সঙ্গে দরদাতাদের ৪৯ কোটি ৭০ লাখ কিলোমিটার ভ্রমণ দূরত্ব কমেছে। পাশাপাশি ১০৫ কোটি ৩০ লাখ পাতা কাগজ সাশ্রয় হয়েছে এবং ১ লাখ ৫৩ হাজার ৫৫৯ টন কার্বন নিসরণ কম হয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে উঠে এসেছে এসব তথ্য। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোসহ নানা নতুন নতুন উদ্যোগের ফলে পূর্ণতা পেয়েছে দেশের ই-টেন্ডারিং প্রক্রিয়া। বৃহস্পতিবার সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশন চত্বরে সংস্থাটির সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু

হেনা মোর্শেদ জামান এবং সিপিটিইউর মহাপরিচালক মোহাম্মদ সোহেলার রহমান চৌধুরী বক্তব্য দেন। আবু হেনা মোর্শেদ জামান বলেন, বর্তমানে ই-জিপির প্রসার অব্যাহত আছে। ২০২২ এর ডিসেম্বর মাস পর্যন্ত ই-জিপিতে আহ্বান করা দরপত্রের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এছাড়া নিবন্ধিত দরদাতার সংখ্যা এক লাখের বেশি। ৫৯টি ব্যাংকের সাড়ে ৬ হাজার বেশি শাখা সারা দেশে দরদাতাদের পেমেন্ট সেবা দিচ্ছে। অনলাইনেও পেমেন্ট চলছে। ব-দ্বীপ পরিকল্পনা, রূপকল্প ২০৪১, পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধির সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সরকারি ক্রয় বা ব্যয়ও। বাজেটের ৪৫ শতাংশ ও এডিপির প্রায় ৮০ শতাংশ ব্যয় হয় সরকারি ক্রয়ের মাধ্যমে।

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাদিহিতা, দক্ষতা উন্নয়নসহ অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ করছে ই-জিপি। তিনি জানান, গত এক বছরে ই-জিপির পূর্ণ বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে ইলেক্ট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট (ই-সিএমএস) সিস্টেম। দেশের সব রেজিস্টার্ড টেন্ডারারের ডাটাবেজ তৈরি করা হয়েছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রগুলো (আইসিটি) (পণ্য) ই-জিপির প্রক্রিয়াকরণ সংক্রান্ত মডিউল চালু করা হয়েছে। ইজিপি রেজিস্ট্রেশন, টেন্ডার ডকুমেন্টসহ সংশ্লিষ্ট ফি অনলাইনে দেওয়ার জন্য এ চালান চালু করা হয়েছে। যে কোনো ক্রয়কারীর ক্রয় ব্যবস্থাপনার বিষয়ে অডিট করার জন্য অডিট মডিউল চালু করা হয়েছে। এছাড়া ইজিপিকে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বিত করা হয়েছে। বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে ই-জিপির একদিনের জন্যও বন্ধ হয়নি। ইতোমধ্যে এ সিস্টেমটি আইএসও সনদ

পেয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়ন তুলে ধরে মোহাম্মদ সোহেলার রহমান চৌধুরী বলেন, বর্তমানে ই-জিপি সিস্টেমের মাধ্যমে আহ্বান করা দরপত্রের বিজ্ঞাপন ও চুক্তির ১০০ ভাগ প্রকাশিত হচ্ছে এবং যে কোনো নাগরিক সংশ্লিষ্ট তথ্য দেখতে পারেন। আহ্বান করা দরপত্রের ৯৯ শতাংশ নির্ধারিত দরপত্র মেয়াদের মধ্যে চুক্তি করা হচ্ছে। এ সিস্টেম থেকে বছরে ৪০০-৪৫০ কোটি টাকা আয় হয়। চলতি ডিসেম্বর মাস পর্যন্ত সর্বমোট আয় হয়েছে ১ হাজার ৯৬১ কোটি টাকা। এছাড়া ক্রয় প্রক্রিয়াকরণের গড় সময় ৮৬ দশমিক ৭ দিন থেকে কমে ৫৮ দিন হয়েছে। ই-জিপি সিস্টিম ব্যবহারের ফলে বার্ষিক ৬০ কোটি ডলার সাশ্রয় হচ্ছে। দরদাতাদের ৪৯৭ মিলিয়ন কিলোমিটার ভ্রমণ দূরত্ব কমেছে। পাশাপাশি ১ হাজার ০৫৩

মিলিয়ন পাতা কাগজ সাশ্রয় হয়েছে এবং ১ লাখ ৫৩ হাজার ৫৫৯ টন কার্বন নিসরণ কম হয়েছে। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ব্রিফিংয়ে জানানো হয়, ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পের আওতায় ২০১১ সালের ২ জুন সিপিটিইউর উদ্ভাবিত ‘জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পোর্টাল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী