ই-টেন্ডারিংয়ে বছরে খরচ বেঁচে যাচ্ছে ৬০ কোটি ডলার




ই-টেন্ডারিংয়ে বছরে খরচ বেঁচে যাচ্ছে ৬০ কোটি ডলার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২২ | ৯:৪০
দেশে ইলেকট্রনিক প্রক্রিউরমেন্ট বা ই-জিপি সিস্টেমের ফলে খরচ বেঁচে যাচ্ছে বছরে ৬০ কোটি ডলার। সেই সঙ্গে দরদাতাদের ৪৯ কোটি ৭০ লাখ কিলোমিটার ভ্রমণ দূরত্ব কমেছে। পাশাপাশি ১০৫ কোটি ৩০ লাখ পাতা কাগজ সাশ্রয় হয়েছে এবং ১ লাখ ৫৩ হাজার ৫৫৯ টন কার্বন নিসরণ কম হয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে উঠে এসেছে এসব তথ্য। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোসহ নানা নতুন নতুন উদ্যোগের ফলে পূর্ণতা পেয়েছে দেশের ই-টেন্ডারিং প্রক্রিয়া। বৃহস্পতিবার সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশন চত্বরে সংস্থাটির সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু

হেনা মোর্শেদ জামান এবং সিপিটিইউর মহাপরিচালক মোহাম্মদ সোহেলার রহমান চৌধুরী বক্তব্য দেন। আবু হেনা মোর্শেদ জামান বলেন, বর্তমানে ই-জিপির প্রসার অব্যাহত আছে। ২০২২ এর ডিসেম্বর মাস পর্যন্ত ই-জিপিতে আহ্বান করা দরপত্রের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এছাড়া নিবন্ধিত দরদাতার সংখ্যা এক লাখের বেশি। ৫৯টি ব্যাংকের সাড়ে ৬ হাজার বেশি শাখা সারা দেশে দরদাতাদের পেমেন্ট সেবা দিচ্ছে। অনলাইনেও পেমেন্ট চলছে। ব-দ্বীপ পরিকল্পনা, রূপকল্প ২০৪১, পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধির সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সরকারি ক্রয় বা ব্যয়ও। বাজেটের ৪৫ শতাংশ ও এডিপির প্রায় ৮০ শতাংশ ব্যয় হয় সরকারি ক্রয়ের মাধ্যমে।

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাদিহিতা, দক্ষতা উন্নয়নসহ অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ করছে ই-জিপি। তিনি জানান, গত এক বছরে ই-জিপির পূর্ণ বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে ইলেক্ট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট (ই-সিএমএস) সিস্টেম। দেশের সব রেজিস্টার্ড টেন্ডারারের ডাটাবেজ তৈরি করা হয়েছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রগুলো (আইসিটি) (পণ্য) ই-জিপির প্রক্রিয়াকরণ সংক্রান্ত মডিউল চালু করা হয়েছে। ইজিপি রেজিস্ট্রেশন, টেন্ডার ডকুমেন্টসহ সংশ্লিষ্ট ফি অনলাইনে দেওয়ার জন্য এ চালান চালু করা হয়েছে। যে কোনো ক্রয়কারীর ক্রয় ব্যবস্থাপনার বিষয়ে অডিট করার জন্য অডিট মডিউল চালু করা হয়েছে। এছাড়া ইজিপিকে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বিত করা হয়েছে। বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে ই-জিপির একদিনের জন্যও বন্ধ হয়নি। ইতোমধ্যে এ সিস্টেমটি আইএসও সনদ

পেয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়ন তুলে ধরে মোহাম্মদ সোহেলার রহমান চৌধুরী বলেন, বর্তমানে ই-জিপি সিস্টেমের মাধ্যমে আহ্বান করা দরপত্রের বিজ্ঞাপন ও চুক্তির ১০০ ভাগ প্রকাশিত হচ্ছে এবং যে কোনো নাগরিক সংশ্লিষ্ট তথ্য দেখতে পারেন। আহ্বান করা দরপত্রের ৯৯ শতাংশ নির্ধারিত দরপত্র মেয়াদের মধ্যে চুক্তি করা হচ্ছে। এ সিস্টেম থেকে বছরে ৪০০-৪৫০ কোটি টাকা আয় হয়। চলতি ডিসেম্বর মাস পর্যন্ত সর্বমোট আয় হয়েছে ১ হাজার ৯৬১ কোটি টাকা। এছাড়া ক্রয় প্রক্রিয়াকরণের গড় সময় ৮৬ দশমিক ৭ দিন থেকে কমে ৫৮ দিন হয়েছে। ই-জিপি সিস্টিম ব্যবহারের ফলে বার্ষিক ৬০ কোটি ডলার সাশ্রয় হচ্ছে। দরদাতাদের ৪৯৭ মিলিয়ন কিলোমিটার ভ্রমণ দূরত্ব কমেছে। পাশাপাশি ১ হাজার ০৫৩

মিলিয়ন পাতা কাগজ সাশ্রয় হয়েছে এবং ১ লাখ ৫৩ হাজার ৫৫৯ টন কার্বন নিসরণ কম হয়েছে। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ব্রিফিংয়ে জানানো হয়, ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পের আওতায় ২০১১ সালের ২ জুন সিপিটিইউর উদ্ভাবিত ‘জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পোর্টাল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিচারকের সই জাল করে পালাল আদালতের দুই পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩ রোগী ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লি‌নিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের তথ্যের বিষয়ে যা বলল বিজিএমইএ মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের হামলা ভাঙচুর লুট নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে খুশি করতে চাঁদের বিরুদ্ধে রায়: মিনু দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০ কয়লাখনি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের তৃতীয় কমিটির অভিষেক ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন পালটাপালটি আলটিমেটাম বাড়তি ব্যয় এক হাজার কোটি টাকার বেশি