ইউক্রেন কর্মকর্তার পোস্টে পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন জল্পনা




ইউক্রেন কর্মকর্তার পোস্টে পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন জল্পনা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৩৬
ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবার জল্পনা-কল্পনা শুরু হয়। আগামী অক্টোবরে ৭১ বছরে পা দেবেন পুতিন। তার স্বাস্থ্য সম্পর্কে বেশ কয়েকটি উদাহরণ মিডিয়ার মনোযোগ বাড়িয়েছে এবং রাশিয়ার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। তবে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো তথ্য বেশির ভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে। রাশিয়া কখনই পুতিনের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে পুতিনের স্বাস্থ্য নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেটি ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জন্ম দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটি মূলত টেলিগ্রামে পোজডনিয়াকভ নামে একজন দিয়ে শেয়ার করিয়েছে। এতে পুতিনের একটি ছবি দিয়ে নিচে লিখেছেন—ঈশ্বর, তুমি আমাদের ছেড়ে যেও

না। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনি বেঁচে থাকুন এবং সুস্থ থাকুন। এ বার্তাটি মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা পুতিনের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তবে এ বিষয়ে রুশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইউক্রেনের অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও সামাজিকমাধ্যম এক্সে ওই পোস্টটি শেয়ার করেছেন। পোস্টটিতে তিনি লিখেছেন- কি হচ্ছে? যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু করেন। এর আগে পুতিনের স্বাস্থ্য নিয়ে এপ্রিলে সবচেয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে রুশ ভাষার নিউজ পোর্টাল প্রোয়ক্ত। উন্মুক্ত উৎস থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী সোচিতে পুতিনের সফরের সময়

সেখানে বড়সংখ্যক চিকিৎসকের একটি দলও ছিল। এই চিকিৎসকদের মধ্যে ছিলেন থাইরয়েড ক্যানসার বিশেষজ্ঞ ইয়েভজেনি সেলিভানভ। গত কয়েক বছর পুতিনের আকস্মিক জনসম্মুখে না আসার সময়গুলোয় তিনিও প্রায়শই সোচি সফরে থাকতেন। বলা হয়ে থাকে, সাইবেরিয়ান হরিণের শিং থেকে নেওয়া রক্ত দিয়ে গোসল করেন পুতিন। দীর্ঘায়ু পেতে পুতিনের অনুসরণ করা কয়েকটি পদ্ধতির এটি একটি। পুতিনের বন্ধু সাইবেরিয়ায় জন্ম নেওয়া প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তাকে এ পরামর্শ দিয়েছেন। গত বছর ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস ম্যাচ দাবি করেছে, ২০১৯ সালে সৌদি আরব এবং ২০১৭ সালে ফ্রান্স সফরের সময় পুতিনের সঙ্গে একটি দল ছিল। যখনই তিনি টয়লেটে যেতেন, তার মলমূত্রগুলো তারা সংগ্রহ করে ফেলত, যাতে বিদেশি কোনো শক্তির হাতে না

পড়ে। কারণ, মলমূত্র পরীক্ষা-নিরীক্ষা করে তার স্বাস্থ্যগত অবস্থা অন্যরা জেনে যেতে পারে। এমনকি আরও চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিউজউইক। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে সেই সময় ম্যাগাজিনটি বলেছে, এপ্রিলে উচ্চমাত্রার ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন পুতিন। অবশ্য এ ধরনের তথ্য নিয়ে অভ্যন্তরীণ ব্রিফিংয়ের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ মধ্য ২০২২ সালের মে মাসে স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন ক্যানসারে আক্রান্ত বলে দাবি করেন। তবে দাবির সপক্ষে তিনি কোনো তথ্য-প্রমাণ দেননি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ১০০ ইউএনও বদলির প্রস্তাব কমিশনে ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও ঢাকা টেস্টের লাগাম বাংলাদেশের হাতে বাড্ডায় বৈশাখী পরিবহণের বাসে আগুন ইউনেসকোর স্বীকৃতি পেল ঢাকার রিকশাচিত্র ‘গোসসা’ করেছেন জেলেনস্কি, মার্কিন সিনেটে ভাষণ বাতিল কাঁচামাল আমদানি কমায় রাজস্ব আয় কমেছে: এনবিআর চেয়ারম্যান কয়েক দফায় রেকর্ড গড়ে কমল সোনার দাম শামীম ওসমানের সম্পদ কমেছে, বেড়েছে ঋণের বোঝা লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন রাজধানীর একই স্থানে ৩ বাসে আগুন ভারতের গ্রিড ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ আনছে সরকার মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক কে এই তরুণী বাবুবাজার ব্রিজে জবি ছাত্রদলের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর