ইউক্রেনকে শাস্তি পেতেই হবে, নতুন হুমকি মস্কোর




ইউক্রেনকে শাস্তি পেতেই হবে, নতুন হুমকি মস্কোর

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ১০:৩০
ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার ভোরের আলো ফুটতেই (স্থানীয় সময় ভোর ৫টা) ৪০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তাতে কয়েকটি আবাসিক ভবন ও শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হন দুই বেসামরিক নাগরিক। প্রায় একই সময়ে কৃষ্ণসাগরে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংসেরও দাবি করেছে রাশিয়া। এসব নৌকায় ৫০ সৈন্য ছিল। রাতভর রাজধানীসহ রাশিয়ার ৬টি অঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় পেসকভ শহরের পেসকভ বিমানবন্দরে হামলার জেরে এই পালটা হামলা চালায় ক্রেমলিন। ড্রোন হামলায় ৪টি বিমান পুড়ে যাওয়ার পর ভয়ংকর এ হামলা চালাল মস্কো। গার্ডিয়ান, তাস। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে

মঙ্গলবার রাতে রাজধানী কিয়েভে হামলা চালায়। টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘গত বসন্তের পর এমন শক্তিশালী হামলার মুখে পড়েনি কিয়েভ।’ তিনি আরও বলেন, বিভিন্ন দিক থেকে কিয়েভ অভিমুখে প্রবেশ করতে থাকে ড্রোন। কিছুক্ষণ পর ‘টিইউ-৯৫এমএস’ বোমারু বিমান থেকে কিয়েভের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুদের ২০টি হামলা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ভোরের দিকে কিয়েভের মেয়র জানান, ধ্বংসস্তূপের দিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দমকল কর্মীরা। এদিকে ইউক্রেনের বন্দরনগরী ওডেশাতেও রুশ হামলার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের শীর্ষ জেনারেল দাবি করেছেন, শেষ রাতে রাশিয়া ৪০টির

বেশি হামলা চালিয়েছে। এর মধ্যে ২৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ১৬টি ড্রোনের মধ্যে ১৫টি ধ্বংসের কথা জানান ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি। এদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ‘ইউক্রেনকে শাস্তি পেতেই হবে’ বলে হুমকি দিয়েছে মস্কো। মঙ্গলবার মধ্যরাতে মস্কো, পেসকভ, ব্রায়াঙ্কসক, কালুগা, ওরোয়োল এবং রায়াজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এর জবাবেই বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে নতুন করে এই হুমকি দিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দায়ী ইউক্রেন। আর এসব হামলা চালাতে তারা পশ্চিমাদের গোয়েন্দা সহায়তা নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এসব ড্রোন কোন জায়গা থেকে ছোড়া হচ্ছে,

সে স্থান খুঁজে বের করার চেষ্টা করছে মস্কো। আর সেগুলো চিহ্নিত হয়ে গেলেই হামলা প্রতিহতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক কে এই তরুণী বাবুবাজার ব্রিজে জবি ছাত্রদলের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য গাজা ‘ছাড়ো নয় মরো’ জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান! সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫ বড় নয়, ধরা খেলেন ছোট ঋণখেলাপিরা