আসাদকে মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী – U.S. Bangla News




আসাদকে মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৮
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে উঠার পাশ না পেয়ে সভামঞ্চের বাইরের সড়কে দাঁড়িয়ে জনসভা শুনছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ দলের কয়েকজন প্রবীণ নেতা। রাজশাহী জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা আসাদকে আমন্ত্রণপত্র তো দূরের কথা, জনসভা মাঠে প্রবেশের পাশও দেননি। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসাদকে মঞ্চে ডাকা হয়। প্রধানমন্ত্রী মঞ্চে ডেকে নিয়ে কথা বলেন আসাদের সঙ্গে। এ বিষয়টি রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে তুমুল আলোড়ন ফেলেছে। দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৩টা ৫৪ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে উঠার পরপরই নেতা-মন্ত্রী-এমপিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মঞ্চের চারদিকে চোখ দিয়ে কাকে যেন খুঁজছিলেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাবেশের অন্যতম উপস্থাপক আব্দুল ওয়াদুদ দারার কাছে জানতে চান আসাদ কোথায়? মঞ্চের আশপাশেও নেই। প্রধানমন্ত্রী কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও জিজ্ঞেস করেন আসাদ কোথায়? এদিকে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দারা প্রধানমন্ত্রীকে জানান, আসাদকে মঞ্চের কাছে থাকা এবং জনসভায় আসার পাশ দেওয়া হয়নি। এ কথা শুনে প্রধানমন্ত্রী উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতাদের ওপর চরম অসন্তুষ্ট হন। সঙ্গে সঙ্গে একজন কেন্দ্রীয় নেতা আসাদকে মঞ্চের কাছে দ্রুত আসতে বলেন। ওই সময় প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে ভাষণ দিতে শুরু করেন। আসাদ মঞ্চের কাছে গিয়ে বসেন। এদিকে বক্তব্য শেষ করে আসাদকে মঞ্চে তার পাশে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী তার

খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসাদের সঙ্গে সাত মিনিট কথা বলে মঞ্চ থেকে নেমে যান। এদিকে মঞ্চে ডেকে নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে আসাদুজ্জামান লিখেছেন- ‘কৃতজ্ঞতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপা। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কী কথা হয়েছে, তা বলতে চাননি তিনি। আসাদ জানান, প্রধানমন্ত্রী আমার ও সংগঠনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। আসাদ আরও বলেন, আপা আমাকে মঞ্চের আশপাশে না দেখতে পেয়ে ডেকে নিয়েছেন। এজন্য আমি আপার কাছে আবারো কৃতজ্ঞ। তবে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে,

বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সালাম দেন আসাদুজ্জামান আসাদ। এ সময় প্রধানমন্ত্রী আসাদের কাছে জানতে চান তুমি মঞ্চে নেই কেন? আসাদ উত্তর দেন মঞ্চে আসার জন্য আমাকে পাশ দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলাম। এরপর প্রধানমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের দুই নেতার কাছে প্রশ্ন করেন, আসাদ মঞ্চে নেই কেন? তাকে কেন পাশ দেওয়া হয়নি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রধানমন্ত্রীকে বলেন, আসাদ সব সময় নৌকার বিরোধিতা করেন। এ কারণে তাকে পাশ দেওয়া হয়নি। দলের নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমাকে ফেল করানোর জন্যও অনেক চেষ্টা করেছেন তিনি। এ সময়

প্রধানমন্ত্রী আসাদকে উদ্দেশ করে বলেন, এই তুমি নৌকার বিরোধিতা কর কেন? জবাবে আসাদ বলেন, আমি কখনো নৌকার বিরোধিতা করি না। যারা দলের নাম ভাঙিয়ে বিতর্ক সৃষ্টি করেন, দল বিক্রি করে খান, জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতা করেন, আমি শুধু তাদের বিরোধিতা করি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি অনেক কিছুই শুনি। সে নৌকার বিরোধিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব। এজন্য তাকে জনসভায় ডাকা হবে না কেন? প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুনে জেলা নেতারা দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আসাদুজ্জামান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আসাদ রাজশাহী জেলার প্রতিটি এলাকায় আওয়ামী লীগকে ব্যাপকভাবে সংগঠিত করেন।

তবে তাকে কোণঠাসা করতে জেলা আওয়ামী লীগের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী