আলো দেখাচ্ছে রেমিট্যান্স




আলো দেখাচ্ছে রেমিট্যান্স

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৮
প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স আলো দেখাচ্ছে। বছরের শুরুতে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়। চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার অংক প্রায় ২১ হাজার কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল ১৬৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে জানুয়ারিতে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি এসেছে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত) ৭ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪৫ কোটি ২১ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার

১৯৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ে ৫০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে। জানুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সের অংক ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয়ও কমে যাওয়ায়

গত অর্থবছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়। আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ রেমিট্যান্স কম এসেছিল। তবে চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুতেই ইতিবাচক ধারায় ফেরে রেমিট্যান্স প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়। দ্বিতীয় মাসেও সমপরিমাণ প্রবৃদ্ধি হয়; কিন্তু কমতে শুরু করে সেপ্টেম্বর ও অক্টোবরে। এ দুই মাসেই আগের বছরের একই সময়ের চেয়ে কম আসে প্রবাসী আয়। তবে নভেম্বর ও ডিসেম্বর আবার বাড়তে শুরু করে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার চার দিনের মাথায় সোনার দাম আরও কমল গ্রামীণ টেলিকম দুর্নীতি: দুদকের জিজ্ঞাসাবাদের মুখে ৪ পরিচালক জিএসপি প্লাস পেতে শ্রম আইন সংশোধনের তাগিদ ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৬৪ দেশে ফেরার পথে বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রব ‘তলে তলে আপস হয়ে গেছে’-কাদেরের বক্তব্যের জবাব দিলেন দুদু ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদিকে যা বললেন খামেনি দেশের রিজার্ভ পরিস্থিতি উদ্বেগজনক: ড. জাহিদ হোসেন অসাবধানতাবশত রসায়নে ৩ নোবেল বিজয়ীর নাম প্রকাশ! কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপির পেইড এজেন্টরা: তথ্যমন্ত্রী নোবেল কমিটির ফোন পেয়ে বললেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি’ ‘প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না’ রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে খালেদা জিয়ার: আইনমন্ত্রী এবার ২৫ প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ বৃহস্পতিবার দুদকে যাবেন ড. ইউনূস মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা