
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

চট্টগ্রাম ও বরিশালে ৬ টন পলিথিন জব্দ, আটক ৩

নির্বাচন নিয়ে ভারত যে কিছু বলছে না এটাও একটা বার্তা

ইলিশ ধরা নিষেধাজ্ঞায় লাভবান ভারতের জেলেরা

নিজ ঘরে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ

প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল করলেন অনার্স পড়ুয়া

অবশেষে আক্কেলপুরের ইউএনও আরিফুলকে ওএসডি

মাইকে ডেকে ৩৩ টাকা কেজি দরে আলু বিক্রি!
আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করতে গিয়ে প্রাণ হারাল শিশু

আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারীরা। ওই মিছিলে শাওন ছিল। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে। এতে
সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামের মোটরসাইকেল আরোহী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান। এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে তথ্য দেব।
সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামের মোটরসাইকেল আরোহী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান। এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে তথ্য দেব।