
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায়, হস্তক্ষেপ নয়: পিটার হাস

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

‘বাংলাদেশ সরকার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেলেন বেবী মওদুদ

ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

ঘুষের রেট নির্ধারণকারী এসিল্যান্ড সাময়িক বরখাস্ত
আট রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের আট রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) ফরিদুল আলম জানান বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপসংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে আটজনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের প্রত্যেকের কাছ
থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই কোস্টগার্ড টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২১ সালের ১৮ মার্চ এ মামলার বিচারকাজ শুরু হয়।
থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই কোস্টগার্ড টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২১ সালের ১৮ মার্চ এ মামলার বিচারকাজ শুরু হয়।