আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক বাবর

আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক বাবর

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৩ | ৫:৩৩
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষদের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। একাদশে অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আজ মঙ্গলবার আইসিসি তাদের ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা ওয়ানডে একাদশ নির্বাচন করা হয়েছে ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে। ২০২২ পঞ্জিকাবর্ষের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গড়া একাদশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের দুইজন করে এবং বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে জায়গা পেয়েছেন। চলতি বছরের বর্ষসেরা দলের অধিনায়ক পাকিস্তানের বাবর খেলেছেন ৯ ম্যাচ। এর মধ্যে ৮টিই ছিল পঞ্চাশোর্ধ্ব, যার মধ্যে ছিল ৩টি সেঞ্চুরি। তার মোট ৬৭৯ রানের গড় ৮৪.৮৭। অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন সফলতম। ৯ ম্যাচের ৮টিতেই জিতেছেন। একাদশে বাবরের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার বাঁহাতি এ ব্যাটসম্যান গত বছর ২টি সেঞ্চুরি, ৩টি ফিফটিসহ ৯ ম্যাচে মোট ৫৫০ রান করেছেন। ৩টি সেঞ্চুরিসহ ৭০৯ রান করে একাদশে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যান শাই হোপ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য ২০২২ সাল ছিল একটি স্মরণীয় বছর। ওয়ানডেতে মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন তিনি। তার স্বীকৃতিও মিলেছে। জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে। এ বছর এই তালিকায় আর কোনো বাংলাদেশির জায়গা হয়নি। ২০২২ সালে মিরাজ মোট ১৫টি ওয়ানডে খেলে ২৪ উইকেট নিয়েছেন। যার গড় ২৮.২০। এছাড়া ব্যাট হাতে ১০ ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ করেছেন ৩৩০ রান। যার গড় ৬৬। এ বছর বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ একা হলেও ২০২১ সালে ছিলেন তিনজন বাংলাদেশি। ওই বছর সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। ১৭ ম্যাচে ৫৫.৬৯ গড়ে ৭২৪ রান তোলা বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। রয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম। ১৫ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে মোট ৫৫৮ রান লাথামের গড় ৫৫.৮০। বর্ষসেরা দলের উইকেটকিপারও নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। অপরদিকে, জিম্বাবুয়ে থেকে বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন সিকান্দার রাজা। আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও জায়গা পেয়েছেন তিনি। গত বছর ব্যাট হাতে ৬৪৫ রান আর বল হাতে ৮ উইকেট নেন তিনি। অন্যদিকে, বোলিংয়ে রয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। গত বছর সিরাজ ১৫ ম্যাচে ২৪ উইকেট, জোসেফ ১৭ ম্যাচে ২৭ উইকেট, জাম্পা ১২ ম্যাচে ৩০ উইকেট এবং বোল্ট ৬ ম্যাচে ১৮ উইকেট নেন। আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা