আইপিএলের শুরুতে সাকিব-লিটনকে ছাড়তে চায় না বিসিবি – U.S. Bangla News




আইপিএলের শুরুতে সাকিব-লিটনকে ছাড়তে চায় না বিসিবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ১০:১৮
চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বাংলাদেশ থেকে খেলবেন তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবারের আসরে নাম রয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসের। শুরু থেকে মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা থাকলেও, আয়ারল্যান্ড টেস্ট না খেলে আইপিএলে যেতে পারবেন না সাকিব-লিটন। সাকিব-লিটনরা নিলামে দল পাওয়ার পরে কিংবা তারও আগে আইপিএলের প্রসঙ্গে বেশ কয়েকবার বিসিবি সভাপতি বলেছেন, জাতীয় দলের খেলার সময় কোনো ক্রিকেটারকে ছুটি দেবেন না তারা। বাংলাদেশের সিরিজ শেষ করে তবেই যেতে হবে আইপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আল

হাসান ও লিটন দাসের আইপিএলে যাওয়ার কোন সুযোগ দেখেন না তিনি। পাপন বলেন, 'দেখেন আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখনো এভেইলেবল। আমরা ওদেরকে (সময়সীমা) দিয়ে দিয়েছি। সেটি জেনেই আইপিএলে ওদেরকে নিলামে নিয়েছে। খুবই সাধারণ ব্যাপার। এরপর আর কোন কিছু...যদি চেঞ্জ হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।' বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, 'আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।' ফলে সাকিব ও লিটন ২৪ দিনের

জন্য এনওসি পাচ্ছেন। মোস্তাফিজ পাচ্ছেন ৮ দিন বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে থাকবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, 'না থাকার আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে-চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি।'
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী