
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

আরও ১০০ ইউএনও বদলির প্রস্তাব কমিশনে

কাঁচামাল আমদানি কমায় রাজস্ব আয় কমেছে: এনবিআর চেয়ারম্যান

ভারতের গ্রিড ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ আনছে সরকার

ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা

বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর

ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন

এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর
অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

দুই সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান পার্থ শহরে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩’ ও ‘দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে’ অংশ নেবেন।
আইএসপিআর জানায়, এ সিম্পোজিয়ামের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে
অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করে পরদিন ঢাকায় প্রত্যাবর্তনের সূচি রয়েছে।
অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করে পরদিন ঢাকায় প্রত্যাবর্তনের সূচি রয়েছে।