অর্থ সংকটেও আসছে শিশুপার্ক প্রকল্প




অর্থ সংকটেও আসছে শিশুপার্ক প্রকল্প

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:২৮
অর্থনৈতিক সংকট এখনো কাটেনি। চলছে সরকারে কৃচ্ছ সাধন কার্যক্রম। এরই মধ্যে আসছে শিশু পার্ক উন্নয়ন প্রকল্প। ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীরণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪৮৩ কোটি ৪ লাখ ৮২ হাজার টাকা এবং ডিএসসিসির নিজস্ব অর্থায়ন থেকে ১২০ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার জোগান আসবে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তবে এক্ষেত্রে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে-এ ধরনের প্রকল্প আরও পরে নিলেও চলত। বর্তমান সংকটময় পরিস্থিতিতে এমন প্রকল্প

না নিলেও খুব বেশি সমস্য হওয়ার কথা নয়। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, বর্তমানে ডলার সংকট চলছে। সেই সঙ্গে সার্বিকভাবে সৃষ্ট সংকট কাটেনি এখনো। ফলে সরকার কৃচ্ছ সাধনের নীতি নিয়েছে। এর মধ্যে শুধু উচ্চ অগ্রাধিকারের প্রকল্প অনুমোদন দেওয়া উচিত। কিন্তু শিশু পার্ক উন্নয়ন প্রকল্পটি এই মুহূর্তের জন্য উচ্চ অগ্রাধিকার বলা যায় না। তাহলে কেন এ ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া হলো। এটিই বড় প্রশ্ন। তিনি আরও বলেন, কৌশলগত কারণেও যদি শুধু অনুমোদন দেওয়া হয় এবং বরাদ্দ দেওয়া না হয়, তবে এখন অনুমোদন দেওয়ার দরকার কি। অনুমোদন দিলে তো পরে ব্যয় বৃদ্ধির দরজা খুলে গেল।

এই সময়টার দিক বিবেচনায় নিয়ে প্রকল্প অনুমোদনে আরও কঠোর হতে হবে। জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মঙ্গলবার বলেন, এখানে শিশুদের কথা চিন্তা করলে এটি অগুরুত্বপূর্ণ প্রকল্প নয়। কেননা শিশুরা খেলবে, আনন্দ করবে এটা তো আমরা সবাই চাই। এছাড়া প্রকল্পটি সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের সঙ্গে সংশ্লিষ্ট। এটি বাস্তবায়িত হলে শিশুরা একসঙ্গে পুরো এলাকা ঘুরতে পারবে। মুক্তিযুদ্ধ সম্পর্কেও জানতে পারবে। এজন্য একনেক বৈঠকে অনুমোদনের সময় প্রধানমন্ত্রী স্বাধীনতা স্তম্ভের সঙ্গে শিশু পার্ক প্রকল্পের সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। এর আগে বিভিন্ন সময় উচ্চ অগ্রাধিকার না হলে সেই প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন, তাহলে এখন এ ধরনের প্রকল্প কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

এটিরও দরকার আছে। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কাজের মধ্যে অন্যতম একটি হলো নগরবাসীর বিনোদন সেবার ব্যবস্থা করা। এর অংশ হিসাবে শহবাগ কেন্দ্রীয় শিশু পার্কটি নগরবাসীসহ শিশু-কিশোরদের দীর্ঘদিনের বিনোদন সেবা দিয়ে আসছে। এখানে ১১টি রাইড বা খেলনা বিদ্যমান ছিল। এর মধ্যে ব্যবহার অযোগ্য ৮টি রাইডস নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তিনটি রাইড মেরামত করে স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন। শিশু পার্কে রাইডগুলো দীর্ঘদিনের পুরোনো ও সীমিত হওয়ায় সেগুলো দিয়ে কাক্সিক্ষত বিনোদন সেবা দেওয়া যাচ্ছিল না। ফলে নতুন যুগোপযোগী এবং আধুনিক রাইড স্থাপন জরুরি। শিশু পার্কটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে হওয়ায় দৈনিক প্রায় ৭-৮ হাজার দর্শনার্থী আসেন। এছাড়া বিভিন্ন উৎসব যেমন, দুই

ঈদ, পহেলা বৈশাখ, দুগাপূজা ইত্যাদি উপলক্ষ্যে প্রায় ৫০-৬০ হাজার দর্শনার্থীর আগমন ঘটে। এ প্রেক্ষাপটে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী বলেন, উচ্চ অগ্রাধিকার প্রকল্পের ক্ষেত্রে ঢালাও নির্দেশনা দিলে হবে না। উচ্চ অগ্রাধিকারের মানদণ্ডসহ সরকারি নির্দেশনা জরুরি। এটি না থাকায় ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি চিন্তা থেকে যে কোনো প্রকল্পকেই যে কেউ উচ্চ অগ্রাধিকার বলে যুক্তি দাঁড়া করাতে পারবেন। এ প্রকল্পের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। সংকটের সময়ে আরও ভালোভাবে বিবেচনা করা দরকার ছিল। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমানে

কোনো শিশু পার্ক নেই। একটি জাতীয় শিশু পার্ক হিসাবে এর আধুনিকায়নের প্রয়োজন আছে। সংকট চলমান থাকলেও সমস্যা হবে না। কেননা অনুমোদন হলেই যে এই মুহূর্তে টাকা বরাদ্দ দিতে হবে, বিষয়টি তেমন নয়। আপাতত অনুমোদন দেওয়া হলো। সংকট কেটে গেলে তখন পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রকল্পটির মোট ব্যয়ের ২০ শতাংশ দিচ্ছে সিটি করপোরেশন। বাকি ৮০ শতাংশ সরকার ঋণ হিসাবে দেওয়ার কথা ছিল। কিন্তু দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরো অর্থই অনুদান হিসাবে চাওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী সেটি না করে ৪০ শতাংশ ঋণ এবং বাকি ৪০ শতাংশ অনুদান হিসাবে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সঙ্গে এলাকাটি জাতীয় হাব হিসাবে

গড়ে তোলা হবে। সুতরাং প্রকল্পটির প্রয়োজন আছে। সূত্র জানায়, প্রকল্পটি অনুমোদনের আগে পরিকল্পনা কমিশন মতামত দিয়ে বলেছিল, এটি অনুমোদনের ক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যমান শিখা চিরন্তন এবং রমনা লেক ও রমনা পার্কসহ অন্যান্য স্থাপনাতে সহজে চলাচলের ব্যবস্থা রেখে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আন্ডার পাস কিংবা ভিন্ন কোনোভাবে (মিশ্র পদ্ধতি) যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ বিচারকদের সতর্ক করে আপত্তিকর বক্তব্য ভিপি নুরের বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ৩৫ আমাদের মূল্য তখনও ছিলো না এখনও নাই: সৈয়দ ইবরাহিম টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪ মালয়েশিয়ায় ৫ দিনে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দেবে বাংলাদেশ হাইকমিশন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কতটা কাজে লাগে? ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১ ডায়রিয়া আক্রান্তের পর গাজায় দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরাইলি সৈন্যরা ৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে : কাদের নির্বাচনে বিদেশী কোন চাপ নেই : ইসি আলমগীর মানুষের হাতে থাকা ডলার ব্যাংকে টানার উদ্যোগ রাজধানীসহ সারাদেশে ৯ গাড়িতে আগুন জামিনে মুক্তি পেলেন বক্তা আমির হামজা প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার