অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা – U.S. Bangla News




অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৯:৩০
নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ায় শরীয়তপুর আদালতে স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। গত (৯-মার্চ) বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহর আদালতে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলায় স্বামী জসিম হোসেনসহ আরও দুই জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম সজীব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদী (ভুক্তভোগী স্ত্রী) ব্লাকমেইলিংয়ের স্বীকার হতে থাকলে আসামি জসিমের হাত থেকে বাচঁতে এই বছরের (২৩-জানুয়ারি) মুল অভিযুক্ত জসিম হোসেনকে প্রচলিত আইনে ডিভোর্স প্রদান করেন। সবশেষে মামলা দায়ের করলেন। এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেছেন ভুক্তভোগী ওই নারীর পরিবার। ভুক্তভোগী ঐ নারী জানান,

দাম্পত্য জীবন চলাকালীন সময়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করেন তার স্বামী। পরে ব্যাবসার জন্য তার বাবার কাছ থেকে ১০ লাখ টাকা যোগার করে দিতে বলেন জসিম। কিন্তু টাকা না দেওয়ায় মোবাইলে ধারণকৃত তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিওটি বন্ধুদের মেসেঞ্জারে প্রেরণ করে। মামলা সূত্রে জানা যায়, আসামি জসিম হোসেনের সাথে ভুক্তভোগী নারীর ২০২০ সালে বিয়ে হয়। এরপর বিদেশে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে ৫ লাখ টাকা নেন। বিদেশে যাওয়ার পর স্ত্রীর পরিবারের কাছে গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও ১০ লাখ টাকা দাবি করেন। মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন,

আসামি জসিম ইতালি থেকে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বাদীর কাছে থাকা তথ্য-প্রমান সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী